বাসস
  ১৫ আগস্ট ২০২৫, ১৬:৪২

দিনাজপুর কান্তজিউ মন্দিরে যুগল বিগ্রহ অনুষ্ঠিত 

ছবি : বাসস

দিনাজপুর, ১৫ অগাষ্ট, ২০২৫ (বাসস): জেলায় কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠিত হয়েছে। সনাতন হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদী পথে দিনাজপুর শহরে রাজবাটীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুর হিন্দু দেবত্বর স্টেটের এজেন্ট রনজিত কুমার সিংহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রী শ্রী কান্তজীউ-রুকিèণী যুগল বিগ্রহের এবারে এটি ২৭৩ তম নৌ-যাত্রা!

সকাল ১০ টায় জেলার কান্তজীউ মন্দির থেকে ঢেপা নদী তীরে নৌকা যোগে দিনাজপুর রাজবাড়ী কালিয়া জীউ মন্দিরের উদ্দেশে,অসংখ্য ভক্তবৃন্দের মাঝে নৌ-পথে কান্তজীউ-রুকিèণী যুগল বিগ্রহের যাত্রা শুর করেন। ১৭৫২ সালে রাজা রামনাথ রায় এর আমল থেকে শুরু হয়েছে যুগল বিগ্রহের কান্তজীউ-রুকিèণী যুগল বিগ্রহ নদী পথে নৌকা যোগে যাত্রা।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও আজ সকাল ১০ টায় জেলার কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কান্তজিউ যুগল বিগ্রহের যাত্রায় বিদায় জানান ঢেপা নদীর তীরে। 

এ সময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে 'যুগল মূর্তি' কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। মোট ২২টি নৌকা বহর নিয়ে যুগল বিগ্রহ আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা মধ্যে ঢেপা নদীর ৩৭টি ঘাট অতিক্রম করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

নদীপথে নৌ-বহর যোগে দীর্ঘ ২৫ কিলোমিটার পাড়ি দিয়ে দিনাজপুর সদর সাধুর ঘাটে সম্ভাব্য আজ রাত ৮ টায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম যুগল বিগ্রহকে স্বাগত জানাবেন। 

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, আশা করা যাচ্ছে,আজ শুক্রবার রাত ৮'টার মধ্যে দিনাজপুর শহরের সাধুর ঘাটে যুগল বিগ্রহ বহনকারী নৌকা পৌঁছে যাবে। পরবর্তীতে যুগল বিগ্রহ মূর্তি সড়ক পথে দিনাজপুর শহরের রাজবাটীতে পৌঁছানো হবে। কান্তজি মন্দির ঘাট থেকে দিনাজপুর শহর সাধুর ঘাট পর্যন্ত ঢেপা ও পুনর্ভবা নদীর উভয় পাশের ঘাটগুলো নিরাপত্তায় সেনা বাহিনীর স্পিডবোট ও ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ নিয়োজিত রয়েছে।