বাসস
  ১৫ আগস্ট ২০২৫, ১৬:৩৯

আশুলিয়া থেকে সন্ত্রাসী আল-আমিনসহ গ্রেফতার ৩, পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : বাসস

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন রাজিব হোসেন (৩৮), মো. আল আমিন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫)।  

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানায় এর আগে আল-আমিনকে গ্রেফতার অভিযানের সময় সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।