শিরোনাম
রাঙ্গামাটি, ১৫ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জেলায় আজ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে রাঙ্গামাটি রাজবন বিহারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট রাঙ্গামাটি জেলা শাখা এই প্রার্থনার আয়োজন করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান সমবেত অনুষ্ঠিত প্রার্থনায় যোগ দেন।
রাঙ্গামাটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির ও ভিক্ষু সংঘের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রার্থনায় রাঙ্গামাটি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য বিশেষ প্রার্থনা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেন, দেশের মানুষরে জন্য অনেক কিছুই করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন কারাবরণের কারনে তিনি অসুস্থ্য হয়ে পড়েছেন। এই অবস্থায়ও তিনি দেশের জন্য কাজ করছেন।
এছাড়া বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলার অন্যান্য উপজেলাতেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।