বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ২২:১৯

শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামীকাল শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকী  উপলক্ষ্যে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জনতার দল।

জনতার দলের যুগ্ম-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ (আতিক) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

রাজধানীর বনানীতে জনতার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৫ টায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের সময় খাতেমুন্নেসার দুই সন্তান শহীদ হন।

রত্নগর্ভা শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া চেয়েছেন মরহুমার সন্তান ও জনতা দলের মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজম খান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ আগস্ট এই মহীয়সী নারী ইন্তেকাল করেন।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, ত্যাগ ও সাহসিকতার প্রতীক শহীদ জননী খাতেমুন্নেসা খানমের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে দলের নেতা-কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।