বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ২০:৩৪

অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন

ছবি: ডিএমপি

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল (সিএমপিসিএ্যান্ডএস) সাভার সেনানিবাস পরিচালিত অফিসার্স মিলিটারি পুলিশ কোর্স (ওএমপিসি)-৬১ এর ৩৫ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

আজ সকাল থেকে ডিএমপি হেডকোয়ার্টার্স, ট্রাফিক কন্ট্রোল রুম, ৯৯৯ পরিদর্শন ও ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন ৩৫ জন কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এ সময় সেখানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মুহাম্মদ মেহেদি হাসান আল আমিনসহ মিলিটারি পুলিশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুরুতে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনাল কার্যক্রম, মহানগরের অপরাধ, প্যাট্রোল, তল্লাশি ইত্যাদি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ডিএমপি রমনা (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম।

এর আগে ডিএমপির সাংগঠনিক কাঠামো, প্রচলিত আইনের প্রয়োগ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এরপর ট্রাফিক পুলিশের ল এনফোর্সমেন্ট, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক পুলিশের চ্যালেঞ্জসহ সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে প্রশিক্ষণার্থীগণ ট্রাফিক কন্ট্রোল রুম ও ৯৯৯ পরিদর্শন করেন।