শিরোনাম
ঢাকা, ১৪ আগস্ট,২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্টার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন।