বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১৩:৪৪

রাবিতে ৩৬ জুলাই মুক্তির উৎসব আগামীকাল

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাবির লাইব্রেরি চত্বরে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: বাসস

রাজশাহী, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ জুলাই মুক্তির উৎসব আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন বিষয় ও নির্দেশনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাইব্রেরি চত্বরে এই সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সামসাদ জাহান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ফ্রি উপভোগ করা গেলেও বেশ কিছু নির্দেশনা মানতে হবে। অনুষ্ঠানটি বহিরাগত নিয়ন্ত্রিত থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান ও নবীনরা নীতিমালা অনুসরণ করে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

নির্দেশনার মধ্যে রয়েছে, প্রবেশের সময় দুই ধাপে নিরাপত্তা চেকিং করা হবে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রধান গেইটে এবং দ্বিতীয় ধাপ স্টেডিয়াম গেইটে। পরিচয় নিশ্চিত করতে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই আনতে হবে। 

নবাগত ৭২তম ব্যাচ শিক্ষার্থীদের জন্য ভর্তির ফর্মের ফটোকপি গেট পাস হিসেবে গণ্য হবে। ভিআইপি (মেইন গেইট) দিয়ে ছেলেরা প্রবেশ করবে। বিজয়-২৪ হলের পাশের গেইট দিয়ে মেয়েরা প্রবেশ করবে।  

অনুষ্ঠানে তামাকজাত পণ্য, বড় ব্যাগ/পার্স, ব্যবহৃত হ্যান্ডসেট ছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস (পাওয়ার ব্যাংক, চার্জার, ব্লুটুথ স্পিকার ইত্যাদি) নিষিদ্ধ। কোনো ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ প্রবেশ করানো যাবে না। 

নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, সাইকেল-স্টেডিয়াম গেইটের সামনে রাখা নিষিদ্ধ। 

সংবাদ সম্মেলনে ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সালাউদ্দিন আম্মারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।