বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ২১:৫১

রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : আরএমপি কমিশনার

রাজশাহী, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।

পুলিশ কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখতে হবে। সেই সাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। 

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।