বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ২১:০১

গাজীপুরে অবৈধভাবে তেল বোতলজাত করায় জরিমানা 

অবৈধভাবে তেল বোতলজাত করায় জরিমানা । ছবি : বাসস

গাজীপুর, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ খোলা তেল অবৈধভাবে বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার গাজীপুর মহানগরীর টঙ্গীতে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  আফসানা পারভীন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বাজারে অভিযান চালায়। এ সময় সেখানকার তিনভাই সুপার মার্কেটে যমুনা সয়াবিন তেল কারখানা নামের একটি প্রতিষ্ঠানকে বাজারজাত করার উদ্দেশ্যে খোলা তেল বোতলজাত করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই কোম্পানির শামীমের মালিকানাধীন  আরেকটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।