শিরোনাম
সাতক্ষীরা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এ কর্মসূচি উদ্বোধন করেন।
‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স.ম শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম প্রমুখ।
এ কর্মসূচি থেকে প্রত্যেক শিক্ষার্থীকে দু’টি করে গাছের চারা দেওয়া হয়।