বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৮:৩৭

চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ অননুমোদিত শিশু খাদ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে  কার্পাসডাঙ্গা বাজারে মুদি দোকান ও বীজ ভান্ডারের দোকান তদারকি করা হয়। এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদ মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে মো. মোমিনুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স মোমিন স্টোরকে ৫ হাজার টাকা, মো. মোস্তাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স ইসলাম বীজ ভান্ডারকে ২০ হাজার এবং মো. আতিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স আসিফ বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, জেলা ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।