শিরোনাম
খাগড়াছড়ি, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বুধবার সিন্দুকছড়িতে দরিদ্র নারীদের সেলাই মেশিন, ঢেউটিন, নগদ অর্থ সহায়তা, স্থানীয় ক্লাবগুলোকে ফুটবল, এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও স্টেশনারি সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোনের উপঅধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী।
এসময় জোনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপ-অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি উন্নয়ন ও সামাজিক সহাবস্থান নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা বলেন, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।