বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:২৮

আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিন : ড. শফিকুল ইসলাম মাসুদ

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাা ৬টায় জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: বাসস

পটুয়াখালী, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে ইনসাফ কায়েমের লড়াইয়ে শরিক হোন। দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাা ৬টায় জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘বাউফলের মাটিতে আর কোনো জুলুম ও বৈষম্যের স্থান হবে না। ছাত্র-জনতার বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।’

তিনি আরও বলেন, ‘বাউফলের সাধারণ মানুষ আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমরা এমন এক প্রশাসন গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের অধিকার আদায় করতে পারবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

ড. মাসুদ বলেন, ‘বাউফলের উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না। মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো হবে।’

তিনি এমপি নির্বাচিত হলে কেশবপুরে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা ও মমিনপুরে ভেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।