বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৬:০১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

রাজবাড়ী, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কালুখালী উপজেলায় আজ পিকআপ ভ্যানের সাথে রিকশা ভ্যানের সংঘর্ষে আমজাদ হোসেন (৬২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ সকালে কালুখালী উপজেলার বোলিয়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমজাদ হোসেন জেলার কালুখালী উপজেলার গুদিবারি এলাকার ফটিক সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে কালুখালী উপজেলার বোলিয়ামোড় এলাকায় সড়কে একটি রিকশা ভ্যানকে পিছন থেকে একটি পিকআপ ভ্যান গাড়ি ধাক্কা দেয়। এতে রিকশা ভ্যানের আরোহী মাছ ব্যবসায়ী আমজাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।