বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৪:১০

রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা

বুধবার জেলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তাগণের সাথে জন্ম নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৩ আগস্ট ২০২৫ (বাসম) : জেলায় আজ গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তাগণের সাথে জন্ম নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তা উপসচিব মুশফিকা ইফফাত, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল প্রমুখ।

সভায় জেলা প্রশাসক বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দূর্গমতা এবং পার্বত্য এলাকায় নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে পুরো জেলায় জন্ম নিবন্ধনে শতভাগ সফলতা পাওয়া যাচ্ছে না। তারপরও ইউনিয়ন পরিষদ ও পৌর সংশ্লিষ্টরা কষ্ট করে কাজ করে যাচ্ছে। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সমুহ তুলে ধরেন।