বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৩:২৮

বাগেরহাটে আরাফাত রহমান কোকোর জন্মদিন পালিত

ছবি : বাসস

বাগেরহাট, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন করেছে নবগঠিত বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।

গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায়  সরুই বিএনপির কার্যালয়ে দিনের কর্মসূচিতে জন্মদিন পালনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং ৪৩ বিশিষ্ট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন সচিব খাদেম নেয়ামুল নাসির আলাপ, সাবেক জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, কৃষক দলের জেলা আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার,সাধারণ সম্পাদক ইভা আক্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক  নার্গিস আকতার লুনা,ক্রীড়া পরিষদের যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন মজনু।

অনুষ্ঠানে সদ্য অনুমোদন কৃত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ জেলা আহ্বয়ক কমিটির পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সদস্য সচিব এ্যাড, আনিছুর রহমান।