শিরোনাম
নীলফামারী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০ জনের মধ্যে সনদপত্র ও ১১৯ জনের মধ্যে ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জেলা যুব ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার সকালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।