শিরোনাম
সুনামগঞ্জ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১১ টায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দ্যা হাংগার প্রজেক্ট’ এর সহযোগিতায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিজি) সুনামগঞ্জ সদর এ আয়োজন করে।
হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়ক নাজমুল হুদা মিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান।
বক্তব্য দেন ইসলামগঞ্জ কলেজের প্রভাষক ফজলুল করিম সাঈদ, উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাংবাদিক আমিনুল হক, কুদরত পাশা, সুলেমান কবির। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।