বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১৬:০০

নিজ জায়গা থেকে সুশাসন নিশ্চিত করলেই রাষ্ট্র উপকৃত হবে : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন মঙ্গলবার রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

রংপুর, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নিজ নিজ জায়গা থেকে সুশাসন নিশ্চিত করলেই রাষ্ট্র উপকৃত হবে।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রের কর্মচারী। আমরা যদি নিজেদের জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করি, ন্যায়বিচার করি, এর জন্য আলাদা করে বড় কিছু ভাবার দরকার নেই। প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করলে সুশাসন আমরা রাষ্ট্রকে উপহার দিতে পারব।’

রংপুর বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে ‘দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা/কর্মচারীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি অফিস অটোমেশন, টেন্ডারিং প্রক্রিয়ার আধুনিকায়ন এবং নিজ নিজ দপ্তরে দুর্নীতি প্রতিরোধে জোর প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দপ্তরভিত্তিক দুর্নীতির চিত্র তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে দুর্নীতি প্রতিরোধে গৃহীত ও প্রস্তাবিত উদ্যোগসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।