বাসস
  ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৮

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন সোমবার জয়পুরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় দুদক আয়োজিত এক গণশুনানিতে যোগ দেন। ছবি: বাসস

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ সোমবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৮০তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমনকি বাইতুল মোকাররমের খতিবও পালিয়ে যাবেন। এমন ঘটনা তো ঘটে না। এর মূল কারণ দুর্নীতি।’ 

কর্মকর্তাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, জনগণ এখন জাগতে শিখেছে, তারা এখন প্রতিবাদ করতে শিখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানি বা সেবা বঞ্চনার অভিযোগ জনগণ সরাসরি সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। মোট ৭৯টি অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৬৭টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে দু’টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয় এবং বাকিগুলো প্রতিবেদন দাখিলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

অনুষ্ঠানে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। জনসমাগম বাড়াতে জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন, অভিযোগ বাক্স স্থাপন ও গণমাধ্যমে প্রচারণা চালানো হয়। ফলে গণশুনানিতে ব্যাপক সাড়া পড়ে।

অনুষ্ঠানে দুদকের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সচেতন নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।