বাসস
  ১০ আগস্ট ২০২৫, ১৮:৩১

সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠা ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে'র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটির আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে শিক্ষার্থী স্নেহা ও আফসানাসহ তিনজন নিহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। 

কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, ক্যাম্পাস আন্দোলন কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কমিটির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতে নায়েবে আমীর অ্যাড. শামছুদ্দিন আহমদ প্রমুখ। 

বক্তারা সড়কপথের নিরাপত্তা প্রতিষ্ঠায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উন্নয়ন, যানবাহন ও চালকের বৈধতা নিশ্চিতকরণ এবং মহাসড়কের পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যম্পাস সরিয়ে জেলা সদরে আনার দাবি জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।