শিরোনাম
বাগেরহাট, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় অন্যান্য উপজেলার ন্যায় কচুয়া উপজেলার ৩ টি স্পটে ভ্রাম্যমাণ ট্রাকে ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পাশাপাশি সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
রোববার বেলা ১১টায় কচুয়া উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী হাসান টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বাসসকে জানান, গুরুত্বপূর্ণ স্পট গুলি থেকে ১ কেজি চিনি ৮০ টাকা,২ কেজি মশুর ডাল ৭০ টাকা, ২কেজি সয়াবিন তেল প্রতি লিটার ১১৫ টাকা করে মোট ৪৫০ টাকায় প্রতিদিন ৫’শ গ্রাহককের কাছে এই পণ্য বিক্রি করা হবে।
জেলার ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম একযোগে শুরু হয়েছে।