শিরোনাম
লালমনিরহাট, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : লালমনিরহাট সদরে সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সোহরাব আলী মহেন্দ্রনগর ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।
এর আগে শনিবার রাত আটটার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা এলাকায় হামলার শিকার হন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির ও তার মা ছামছুন্নাহার বেগম লুসি। বর্তমানে তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হেলাল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিককে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজাহারে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে তিনি জিডি করেছিলেন।
সদর থানার ওসি মো. নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।