শিরোনাম
ভোলা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ভোলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। এসময় শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আজ শনিবার ভোলা সদরের মহাজনপট্টি, সার্কুলার রোড ও বোরহানউদ্দিন বাজারসংলগ্ন সেতু এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালামাল জব্দ ও সন্দেহভাজনদের আটক করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
যৌথ বাহিনীর অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল বা নকল ব্যান্ডরোল সম্বলিত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ব্ল্যাক কিং ১১ হাজার ৩২০ শলাকা, ওসাকা ৮ হাজার ৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪ হাজার ৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১ লাখ ৩৯ হাজার ৬১০ শলাকা । জব্দ সিগারেটের মোট আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটকদের জব্দকৃত সিগারেটসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।