বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ২০:০৫

সিরাজগঞ্জে ‘গণঅভ্যুথান’ দিবস উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে জেলা জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জেলা সদরের শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এ্যাপেক্স জুট মিল থেকে লাভলু বাবুল কম্পোজিট মিলস্ পর্যন্ত এ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণের পূর্বে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য  রুমানা মাহমুদ।

এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ- এর সভাপতিত্বে এ সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল নেওয়াজ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হজরত আলী, ফরহাদ হোসেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ প্রমুখ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।