বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৯:৪৬

কিশোরগঞ্জে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার-সহ নানা অনিয়মের দায়ে খাদ্য প্রস্তুতকারী ও বিক্রেতা পাঁচটি প্রতিষ্ঠানকে মোট পাঁচলাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ শনিবার দিনব্যাপী জেলা সদরে পরিচালিত অভিযানকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এ জরিমানা করেন। 

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের গৌরাঙ্গবাজারের মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একলাখ টাকা, গাইটাল এলাকার আল মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের দায়ে একলাখ টাকা, কালিবাড়ী মোড়ের জয়কালি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজকে খাবারে তেলাপোকা ও রান্নাঘরে অস্বাস্থ্যকর টয়লেট রাখার দায়ে একলাখ টাকা, বড় বাজারের শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারকে নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একলাখ টাকা এবং বত্রিশ এলাকার এ.টি. ফ্লাওয়ার মিলসকে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করার দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল- সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।