বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৯:০৬

জয়পুরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি : বাসস

জয়পুরহাট, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় ১১৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে এইসংবর্ধনার আয়োজন করা হয়। 

এ সময় জয়পুরহাট সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের সম্মাননা জানানো হয়।

কলেজের শিক্ষক প্রফেসর মো. গোলাম আজমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েসসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলীরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।