শিরোনাম
সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার উদ্যোগে সম্প্রতি ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা গ্রামে এই নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় সেলিম রেজা ভয়াবহ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য ১ বান্ডিল করে ঢেউটিন ও আরও ১২ পরিবারের মধ্য ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এই মানবিক সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আ. সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসানসহ বিএনপির উপজেলা, পৌর, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।