বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৭:৪২
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৮:২৩

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। 

আজ বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ প্রেসক্লাব- এর সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর জুয়েল’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, স্পেশাল পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাও. ত্বাহা হোসাইন, কবি ও লেখক ইকবাল কাগজী প্রমুখ।

এ মানববন্ধনে সাংবাদিক-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।