শিরোনাম
পিরোজপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে।
আজ বেলা ১১টায় সম্মিলিত সাংবাদিক সমাজ এ আয়োজন করে। শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ফসিল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু।
আরও বক্তব্য দেন যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, এশিয়ান এজ এর জেলা প্রতিনিধি হাসান মামুন, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, জিটিভি প্রতিনিধি নাঈম তালুকদার সহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।