শিরোনাম
মুন্সীগঞ্জ, ৯ আগস্ট, ( বাসস ) : জেলার গজারিয়ায় অবৈধ পিস্তল ও গুলি সহ পলাতক আসামী আজিজুল রহমান ওরফে পলাশ ( ৪০ ) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত পলাশ গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের মো. শাহ আলমের ছেলে।
পুলিশ জানায় , আজ শনিবার ভোররাত ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি অবৈধ পিস্তল এবং ৫ রাউন্ড গুলি সহ পলাশকে গ্রেফতার করা হয়।পরে পলাশের স্বীকারোক্তি অনুযায়ী পাশের ঘর থেকে ধারালো অস্ত্র রামদা ও ছেনি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. আনোয়ার আলম জানান , পলাশ মাদক সহ ৫ টি মামলার পলাতক আসামী ছিল।তার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা দায়ের করা হয়েছে।