শিরোনাম
ফরিদপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই গোলাম নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
গোলাম নাসিরের গ্রেফতারে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ফরিদপুর ছাত্র-জনতার উপর হামলার মূলহোতা ছিলেন গোলাম নাছির। তিনি সম্মুখে থেকে নিজে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
পাশাপাশি আমরা আরো একটি জোর দাবি জানাই সেটা হলো কোনো আইনজীবী যেন তার পক্ষে না লড়েন।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন,
গতকাল রাতে পল্লবী থানা পুলিশের সহায়তায় গোলাম নাসিরকে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশের একটি টিম ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।তিনি গতবছর ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।