বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৩:১৬

সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

ছবি: বাসস

নরসিংদী, ৯ আগস্ট ২০২৫ (বাসস): গাজীপুরে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। 

আজ শনিবার সকাল পৌনে ১১ টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।

মাববন্ধনে সাংবাদিকরা বিগত সময়ের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। তারা সাংবাদিকদের সুরক্ষাসহ হত্যাকাণ্ড ও নিপীড়নের সর্বোচ্চ বিচার দাবি করেন। 

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার প্রমুখ।