বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ২২:৩০

সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকালে সদর উপজেলার বিএনপির আয়োজনে উপজেলার আবাদের হাট এলাকায় এ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। 

এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. তাজকিন আহমেদ চিশতি।

আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, বৈকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন প্রমুখ।