শিরোনাম
সুনামগঞ্জ, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার তাহিরপুর উপজেলায় আজ জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি করা হয়েছে।
আজ শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'।
এ প্রচারপত্র বিলি কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
এ সময় উপস্থিত ছিলেন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সভাপতি রাজু আহমেদ রমজান ও সাধারণ সম্পাদক আহম্মদ কবির-সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং ২০০০ সালের জানুয়ারিতে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা প্রশাসন কিছুদিন আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছে।