বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১৯:৫৭

নওগাঁয় বিএনপি’র কর্মী সম্মেলন

ছবি : বাসস

নওগাঁ, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বদলগাছী উপজেলায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

এ ছাড়া এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম প্রমুখ বক্তব্য রাখেন।

এ কর্মী সম্মেলন বদলগাছী উপজেলার সব ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।