শিরোনাম
মাদারীপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) জেলা শহরের খাগদি এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মাকসুদা লতিফ খান ক্লিনিক।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে ক্লিনিকটির উদ্বোধন করেন সাবেক মহিলা বিষয়ক সংসদ সদস্য ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান, মহিলা দলের সদস্য সচিব মুনমুন আক্তারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হেলেন জেরিন খানের পারিবারিক প্রতিষ্ঠান ডু বেটার ফর দি চিলড্রেন নামে একটি প্রতিষ্ঠান এই ক্লিনিকের আর্থিক সহায়তা করবেন।
ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে খাগদি ও আশেপাশের এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, ‘মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।’
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন আগামী নির্বাচনে জামায়াত কিংবা এনসিপি কোন দলকেই দুর্বল হিসেবে দেখছে না বিএনপি।