বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১০:৫০
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১০:৫১

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র‌্যালিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

গতকাল (৬ আগস্ট) বিকেলে আয়োজিত ওই র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিয়া।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট দেশে ‘ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। ঐ দিন ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছরের ‘একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট শাসনের’ অবসান ঘটে।

এই রাজনৈতিক পরিবর্তনের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের মতো শিবগঞ্জেও বিজয় মিছিল আয়োজন করে স্থানীয় বিএনপি। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।