শিরোনাম
চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর এনায়েত বাজার এলাকায় ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধের দায়ে এই জরিমানা করা হয়।
আজ বুধবার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এনায়েত বাজার বাটালি রোডে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ওই বেকারিতে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত স্থানে ইঁদুরের বাসা, অস্বাস্থ্যকর পরিবেশ, কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণও চালানো হচ্ছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সব অসংগতি দ্রুত দূর করতে নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।