বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫৭

গণঅভ্যুথানের বর্ষপুর্তিতে খাগড়াছড়িতে বিএনপি’র বিজয় র‌্যালি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বুধবার জেলায় বিজয় র‌্যালি করেছে বিএনপি। ছবি : বাসস

খাগড়াছড়ি, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে জেলায় বিজয় র‌্যালি করেছে বিএনপি।

আজ দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চে এর আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আ'লীগের অবৈধ সরকারের মেয়াদে জেলার বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে ।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় র‌্যালি নিয়ে শহরের শাপলা চত্বরে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।