বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯

কিশোরগঞ্জে ডাকাতিকালে ৫ জনকে গণপিটুনি

ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জে ডাকাতি করার সময় ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। 

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আললাম এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।

স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে ১০/ ১২ জনের ডাকাত দল সাদুলাচর বাজারের পাশে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। তবে ৫ জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। 

এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ডাকাত দলের সদস্যরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির সময় আটক ৫ জনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।