বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩০

ময়মনসিংহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): ময়মনসিংহের পাগলায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হককে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

মামলার এজাহারে জানা যায়, গত ১০ মে মানসিক প্রতিবন্ধী ওই যুবক তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ হাঁটার পর গভীর রাতে আশ্রয়ের জন্য তিনি ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে বাইলনা টেকপাড়ার এনামুল হকের গোয়ালঘরে ঢুকে পড়েন। 

ভিকটিম আবোল-তাবোল কথা বলা শুরু করলে এনামুল চোর সন্দেহে আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরবর্তীতে এনামুলসহ আরও কয়েকজন ওই যুবককে বাঁশের খুঁটিতে বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। পরদিন সকালে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই মো. হাবিবুর রহমান পাগলা থানায় হত্যা মামলা করেন। মামলার পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। 

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতকে পাগলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।