বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫৭

লালমনিরহাটে বন্যার্তদের পাশে জেলা বিএনপি

লালমনিরহাটে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।  ছবি : বাসস

লালমনিরহাট,৬ আগস্ট,২০২৫(বাসস): টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। 

আজ বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে দলটি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে হাজারো মানুষ উপকৃত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’

জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা এক বন্যাকবলিত নারী বলেন, ‘বাড়ি-ঘরে পানি ঢুকে আছে, রান্না করার তেমন কোনো উপায় নেই। বিএনপির দেওয়া সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।’

অনুষ্ঠান শেষে দুলু বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।