শিরোনাম
ঝিনাইদহ, ৬ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহে বিজয় মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ১১টার দিকে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উজির আলী হাইস্কুল মাঠে জড়ো হতে থাকেন। র্যালিতে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, নানা রং এর প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট এসএম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন আলম, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু।
এছাড়া বক্তব্য দেন ছাত্রদল সভাপতি সমীনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদীত হয় নতুন সূর্য। দুই হাজারের অধিক ছাত্রজনতার আত্মদানে রচিত হয়েছে নতুন ইতিহাস। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন।