শিরোনাম
নওগাঁ, ৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ বাক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দু’দিন ব্যাপী ‘বাংলা ইশারা ভাষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দু’দিন ব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের বাংলা ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বাংলাদেশ
টেলিভিশনের বাংলা ইশারা ভাষার সংবাদ পাঠক আরিফুল ইসলাম এবং রাজশাহীর পিএইচটি’র সহকারী শিক্ষক আবু তাহের ইবনে সায়েম।
এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৫২ জন বাকপ্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন।