বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৪:৫১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

ছবি : বাসস

খাগড়াছড়ি, ৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা সদরে জোন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪টি পরিবারকে মোট একলাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান ও একটি পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়।

এছাড়াও ৫০টি পরিবারকে চাল, ডাল, লবণ, চিনি, আটা ও ছোলাসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম ও ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রীতি ও মানবিকতার বন্ধন অটুট রাখতে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।