বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৪:৪১

নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় রেল কর্মচারী নিহত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা, ৬ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার পূর্বধলা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মো. কাকন আহমেদ (২৮) নামে একজন রেল কর্মচারী নিহত হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের গৌরীপুর জংশনে পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত কাকন আহমেদ উপজেলার দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার বেলা বারোটা এই তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক একটার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে"।