শিরোনাম
নাটোর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : নাটোরের সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে আব্দুল হালিম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে খাজুরা গ্রামে পুকুরে পানি সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুপৃষ্ট হন। আব্দুল হালিম গ্রামের আবুল কালামের ছেলে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় খাজুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পুকুরটি লিজ নিয়ে সেখানে মাছ চাষ করেন আব্দুল হালিম। টানা বৃষ্টিতে তার পুকুরের পানি বৃদ্ধি পায়। তাই পুকুরের পানি সেচ দিতে যান তিনি। এ সময় মোটরের লাইনে শর্ট সার্কিট হলে আব্দুল হালিম বিদ্যুতায়িত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।