বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৬

বগুড়ায় ট্রাকচাপায় আহত শিশুর মৃত্যু

বগুড়া, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আহত চার বছরের তুবা খাতুন মারা গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বিকেলে ট্রাকচাপায় মারাত্মক জখম হয় তুবা।  

নিহত তুবা খাতুন কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় তুবা। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ওসি সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।