বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৬:৪৬

নড়াইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

জেলায় আজ ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

নড়াইল, ২ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও  চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে জুলাই আহতদের ও তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর 'জুলাইয়ের মায়েরা' শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

এরপর আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য তারা মিয়া, শফিকুর রহমান, নূর ইসলাম শেখ, টিপু সুলতান প্রমুখ।